১৫নং ওয়ার্ডে মাওলানা মইনুদ্দিন আহমাদের উঠান বৈঠক

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, দেশের মানুষ শান্তুি পেতে চাইলে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। স্বৈরাচারী সরকার মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিলো দীর্ঘ দিন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মানুষকে কুক্ষিগত করে রেখেছিল এতদিন। আর যেন কেউ স্বৈরাচারী হয়ে দাঁড়াতে না পারে সেজন্য পিআর পদ্ধতি খুবই জরুরি।
মঙ্গলবার (২১ অক্টোবর) বাদ মাগরিব নাসিক ১৫নং ওয়ার্ডের টানবাজার এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্টের পরে আমরা ভেবেছিলাম আর কোন চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারিত্ব দেখবো না। কিন্তু তা কি হয়েছে? বরং কোন কোন ক্ষেত্রে আরও বেশি হচ্ছে। এজন্য দরকার আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, নারায়ণগঞ্জ সদর পূর্ব সাংগঠনিক থানা আমীর মাওলানা মাহাবুবুর রহমান মল্লিক, থানা সহকারী সেক্রেটারি আবু রশায়েদ তমাল, ১৫নং ওয়ার্ড সভাপতি মো আনিসুজ্জামানসহ স্থানীয় শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।