২২ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৮, ২১ অক্টোবর ২০২৫

বাঁচতে চান মুমিনুর: থ্যালাসেমিয়ায় আক্রান্ত তরুণের মানবিক আহ্বান

বাঁচতে চান মুমিনুর: থ্যালাসেমিয়ায় আক্রান্ত তরুণের মানবিক আহ্বান

থ্যালাসেমিয়ায় আক্রান্ত তরুণ মো. মুমিনুর ইসলাম এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মাত্র ৯-১০ বছর বয়সে তার শরীরে ধরা পড়ে ভয়ানক রোগ থ্যালাসেমিয়া। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এই সময়ে নিয়মিত রক্ত নিতে নিতে ইতোমধ্যে ৩৪ ব্যাগ রক্ত দিতে হয়েছে তাকে।

২০২৪ সাল থেকে পরিবারের আর্থিক সংকট চরমে ওঠায় বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। বর্তমানে তিনি নারায়ণগঞ্জে বড় বোনের বাসায় অবস্থান করছেন। পরিবারের পক্ষে আর চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

মুমিনুর বলেন, “আমার শরীর এখন এমন অবস্থায় এসেছে যে, যদি আরও একবার রক্ত নিতে হয়, তাহলে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে। তবুও আমি বাঁচতে চাই। আমার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু পরিবার আর পারছে না। আমি নিরুপায় হয়ে আপনাদের কাছে হাত বাড়িয়েছি।”

চিকিৎসা চালিয়ে যেতে হলে প্রয়োজন উন্নত চিকিৎসা ও নিয়মিত রক্ত সঞ্চালন। এ জন্য জরুরি ভিত্তিতে অর্থ সহায়তা প্রয়োজন মুমিনুরের। তিনি আশাবাদী- সমাজের দানশীল ও সহানুভূতিশীল মানুষরা তার পাশে দাঁড়াবেন, তাকে নতুন করে বাঁচার সুযোগ করে দেবেন।

সর্বশেষ

জনপ্রিয়