২০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৮, ২০ অক্টোবর ২০২৫

এটিই হয়তো আমার শেষ নির্বাচন: কালাম

এটিই হয়তো আমার শেষ নির্বাচন: কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আপনারা আমাকে তিনবার নির্বাচিত করেছেন। আমি আপনাদের আশা পূরণ করতে চেষ্টা করেছি। এটিই হয়তো আমার শেষ নির্বাচন। আপনারা অনেকে আমার বাবা জালাল হাজীর সাথে রাজনীতি করেছেন। আমি আশা করি আপনাদের কাছে যখন আসবো আপনারা আমার কথা রাখবেন।

সোমবার (২০ অক্টোবর) বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচার প্রচারণা শেষে বন্দর শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা গত ষোল বছর গুম, খুন ও মিথ্যা মামলার শিকার হয়েছে। অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে অনেকের ঘর সংসার ধ্বংস হয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়েছিলেন। সেই সুবাদে আজকে আমাদের বিদেশে জনবল রপ্তানি ও গার্মেন্টস শিল্প হয়েছে।

তিনি আরও বলেন, বন্দর ও ওপাড়ে আমাদের উন্নয়ন যা হয়েছে তা কিন্তু দৃশ্যমান। আপনারা সকলে কাউসারের ডাকে সাড়া দিয়েছেন। আমি মনে করি আপনারা এখানে ধানের শীষ চাষ করছেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, সদস্য আমিনুর ইসলাম মিঠু, আওলাদ হোসেন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়