১৯ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৭, ১৯ অক্টোবর ২০২৫

রাজনীতি মানে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা: মামুন মাহমুদ

রাজনীতি মানে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা: মামুন মাহমুদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে দুই দিনে ২,৫০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় দিনের মতো এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম শেষ হয়।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আমাদের এই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখানে যারা চিকিৎসা নিয়েছেন, তাদের প্রত্যেকের জন্য এক সপ্তাহের ওষুধ বিনা মূল্যে সরবরাহ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “রাজনীতি মানে মানুষের পাশে থাকা, তাদের সুখ-দুঃখে অংশ নেওয়া। তাই বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী আমরা এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি।”

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আমরা আশা করি, এ ধরনের সামাজিক কার্যক্রমের মাধ্যমে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে— রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা।”

সর্বশেষ

জনপ্রিয়