১৯ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫১, ১৯ অক্টোবর ২০২৫

বিএনপিতে ভূমিদস্যুদের কোনো জায়গা হবে না: মামুন মাহমুদ

বিএনপিতে ভূমিদস্যুদের কোনো জায়গা হবে না: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ছাত্র-জনতার প্রতিরোধের কারণে দেশে ফ্যাসিবাদ পতিত হয়েছে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে একটি নতুন সূর্য উদয় হয়েছে। তিনি বলেন, জাতি অধীর আগ্রহে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় রয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়ায় নাসিক ২নং ওয়ার্ড বিএনপির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা দেশের মানুষের টাকা ব্যাংক থেকে লুটপাট করে এস আলম গ্রুপের কাছে রেখেছে। সেই টাকা দিয়ে বর্তমানে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। সরকারি কর্মকর্তাদের বেতনও আটকে যাচ্ছে।”

মামুন মাহমুদ এই এলাকা ৯০ দিনের মধ্যে মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যারা মাদক সেবন করছেন, তারা চাইলে সঠিক চিকিৎসার জন্য গোপনে বিএনপির সাথে যোগাযোগ করতে পারেন; দলের পক্ষ থেকে অর্থায়ন করা হবে।

এছাড়া তিনি ভূমিদস্যুদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, “ভালো হয়ে যান। সাধারণ মানুষকে জিম্মি না করে ন্যায্য মূল্যে ব্যবসা করুন। বিএনপিতে ভূমিদস্যুদের কোনো জায়গা হবে না।”

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিল উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়