১৯ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৯, ১৯ অক্টোবর ২০২৫

রূপগঞ্জে মাদ্রাসার ৩ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

রূপগঞ্জে মাদ্রাসার ৩ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আধুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার তিন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষক হোসাইনকে শাস্তি এবং মাদ্রাসার সুপারেন্টেনডেন্ট সাইফুল ইসলাম সিরাজীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রূপগঞ্জের আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষুব্ধরা গাছের গুড়ি ও বাঁশ ফেলে সড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে দূরপাল্লার বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষোভকারীরা জানান, শনিবার সকালে মাদ্রাসার শিক্ষক মো. হোসাইন ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে একটি কক্ষে নিয়ে বলাৎকার করেন। পরে ভুক্তভোগী শিশু তার পরিবারকে বিষয়টি জানালে সন্ধ্যার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় প্রবেশ করে অভিযুক্ত শিক্ষককে আটক করে।

তারা অভিযোগ করেন, মাদ্রাসার সুপারেন্টেনডেন্ট সাইফুল ইসলাম সিরাজী ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেও পরে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এতে উত্তেজিত জনতা শিক্ষক হোসাইনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তবে সুপারেন্টেনডেন্ট সাইফুল ইসলাম পালিয়ে যান।

এলাকাবাসীর দাবি, গত দুই মাসে একই শিক্ষকের হাতে আরও দুই শিক্ষার্থী বলাৎকারের শিকার হয়েছে। কিন্তু প্রতিবারই মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিয়ে বিষয়টি চেপে গেছে।

খবর পেয়ে দুপুর ২টার দিকে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল আলম এবং রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে তারা বিক্ষুব্ধদের শান্ত করলে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয় স্থানীয়রা এবং যান চলাচল স্বাভাবিক হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোখলেসুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষক মো. হোসাইনকে আটক করে রূপগঞ্জ থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়