খাল পরিষ্কার করে মাছ চাষের উপযোগী করে তোলার আহ্বান ডিসির

নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতির বক্তব্যে বলেছেন, আমরা নতুন একটা সমাজ ব্যবস্থা চালু করতে চাই। যেখানে সবাই হবে দায়িত্বশীল। দেশের ও সমাজের প্রতি দায়িত্ববোধ ও নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ রাষ্ট্রের উন্নয়নে কাজ করবে।
তিনি আরও বলেন, এখানে যারা আছেন আপনাদের ওপর যে দায়িত্ব রয়েছে সেটি সঠিকভাবে পালন করবেন। দেশের জনগণের কাক্সিক্ষত সেবা যাতে আমরা খুব সহজেই দিতে পারি। এতে কোন তালবাহানা চলবে না।
ডিএনডি খালের ভিতরে যতগুলো অবৈধ ব্রিজ রয়েছে তার পরিসংখ্যান আগামী সাত দিনের মধ্যে দপ্তরে জমা এবং অবৈধ ও অপ্রয়োজনীয় ব্রিজগুলো ভেঙে ফেলার জন্য এলজিইডিকে নির্দেশনা দেন জেলা প্রশাসক।
সিটি কর্পোরেশনকে নির্দেশনা দিয়ে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে যে সকল স্থান পরিপূর্ণভাবে মাছ চাষের উপযোগী সেই রিপোর্ট আমাদের কাছে পৌঁছাবেন। আমরা এই খালের ভিতরে মাছ চাষের ব্যবস্থা করব। অবৈধ ব্রিজ যেগুলো পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। খাল পরিষ্কার করে মাছ চাষের উপযোগী করে তুলতে হবে।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে সতর্ক করে তিনি বলেন, আপনি নতুন আসছেন এই এলাকার প্রতিটা কৃষককে সঠিকভাবে সার, ওষুধ ও বীজ প্রদান করবেন। কোন প্রকার দুর্নীতির সাথে জড়াবেন না।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেনের সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত মো. হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।