নারায়ণগঞ্জ ক্লাবের উদ্যোগে ‘কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট’

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের আয়োজনে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৫’। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় ক্লাবের টেনিস কোর্ট প্রাঙ্গণে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি এম. সোলায়মান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, “নারায়ণগঞ্জ ক্লাব সবসময় ক্রীড়া ও সংস্কৃতিচর্চার মাধ্যমে সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট। দিনব্যাপী এই টেনিস টুর্নামেন্ট সেই ধারাবাহিকতারই অংশ।”
অনুষ্ঠানে টেনিস বিষয়ক উপ-কমিটির কনভেনার মো. জাহিদ হোসেন এবং কো-কনভেনার মোহাম্মদ আসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান।
এ সময় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মারুফ আহম্মেদ, সহ-সভাপতি মো. সাইদুল্লাহ হৃদয়, পরিচালনা পর্ষদের সদস্য মো. হারুন অর রশিদ, সেলিমি রেজা সিরাজী, তাইজুদ্দিন আহমেদ, খান আব্দুল কাদির মাহবুব (বাবু), দিলারা মাসুদ ময়না, টেনিস উপ-কমিটির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্লাব সদস্য উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে দুটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব-৫০ বিভাগে রেজা ফাহাদ ও ইফতেখার আহমেদ পুলক জুটি চ্যাম্পিয়ন এবং জাহিদ হোসেন ও সাইফুর রহমান জুটি রানার্সআপ হন। তদূর্ধ্ব-৫০ বিভাগে শাহরিয়ার সাঈদ ও ফরিদ আহমেদ খান চ্যাম্পিয়ন এবং মধুসুদন সাহা ও কৃষ্ণ কুমার সাহা জুটি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।
উল্লেখ্য, কো-কনভেনার মোহাম্মদ আসলামের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয় এবারের টেনিস টুর্নামেন্ট। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।