ঢাকার উপঅঞ্চলের দাবায় রানার আপ নারায়ণগঞ্জের নাবা

৫২তম বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালীন স্কুল প্রতিযোগিতার দাবা ইভেন্টে উপঅঞ্চল (ঢাকা) পর্যায়ে বালিকা মধ্যম গ্রুপে রানার আপ হয়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুসরাত হাসান নাবা।
রোববার (১৯ অক্টোবর) রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা মহানগরের ভিকারুননিসা নূন স্কুলের খেলোয়াড় জারিন তাসনীমের কাছে পরাজিত হয়ে রানার আপ হয় নাবা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তাঁর হাত থেকেই পুরস্কার গ্রহণ করে নুসরাত হাসান নাবা।
গত ২৫ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত খেলায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় চ্যাম্পিয়ন হয় নাবা। পরবর্তীতে ১৩ অক্টোবর জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হয়। জেলা থেকে ১৮ অক্টোবর ঢাকার উপঅঞ্চলীয় পর্বে গাজীপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে, এরপর মুন্সিগঞ্জকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে ঢাকা জেলাকে হারিয়ে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত রানার আপ হয় নুসরাত হাসান নাবা।