১৯ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১৩, ১৯ অক্টোবর ২০২৫

পশ্চিম আইলপাড়া প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত

পশ্চিম আইলপাড়া প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”- এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আলী আহম্মদ চুনকা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পশ্চিম আইলপাড়া প্রিমিয়ার লীগ (সিজন-২)। পশ্চিম আইলপাড়া যুব সমাজ ও পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ৬টি দল।

অংশগ্রহণকারী দলগুলো হলো- ভেলোসিটি, ঠান্ডার বোল্ট, সিনিয়র সিটিজেন, সেভেন ফ্রেন্ডস, জুনিয়র টিম ও ঠান্ডার শেল্ডস। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ভেলোসিটি চ্যাম্পিয়ন এবং ঠান্ডার বোল্ট রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

স্থানীয় তরুণ সমাজকর্মী মো. ইমতিয়াজ ভূঁইয়া, শাহ আলম, সনন, আল আমিন, রাজিব, রফিকুল ও ঋতুর সার্বিক ব্যবস্থাপনায় এবং পঞ্চায়েত ও যুব সমাজের সহযোগিতায় জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টে বিপুল দর্শকের উপস্থিতি ছিল।

খেলার শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও শ্রেষ্ঠ সংগঠক এম এ মান্নান ভূঁইয়া।

তিনি বলেন, “মাদকের কারণে সমাজে চুরি, ছিনতাই ও রাহাজানি বেড়ে চলেছে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

অধিনায়ক আলভী (ভেলোসিটি) ও সনন (ঠান্ডার বোল্ট) অনুভূতি প্রকাশ করে বলেন, “তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত এমন আয়োজন চালিয়ে যাওয়া উচিত।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির দায়িত্বশীল কর্মকর্তা মো. চুন্নুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দলের টিম ম্যানেজার শৈকত, শাওন, দীপু ও রাজিব প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়