১২ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৬, ১১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:৩৮, ১১ অক্টোবর ২০২৫

১৪ নং ওয়ার্ডে মাসুদুজ্জামানের উদ্যোগে মশক নিধন কর্মসূচি

১৪ নং ওয়ার্ডে মাসুদুজ্জামানের উদ্যোগে মশক নিধন কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি চলছে। শনিবার (১১ অক্টোবর) এই কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডে সফলভাবে মশক নিধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

কর্মসূচিতে ব্যবহৃত হয় কার্যকরভাবে মশা নিধনে সক্ষম আধুনিক প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক ফগার মেশিন। এ কার্যক্রম পরিচালনা করেন ১৪ নং ওয়ার্ড মশক নিধন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রনি মল্লিক এবং সদস্য সচিব মাহফুজুর রহমান। তাদের নেতৃত্বে একটি দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল দিনব্যাপী ওয়ার্ডের বিভিন্ন এলাকায়—অলি-গলি, ড্রেন, জলাবদ্ধ স্থান ও ঝোপঝাড়ে—ফগিং ও ওষুধ প্রয়োগের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করে।

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি রোধে এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় মাসুদুজ্জামান মাসুদের এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়