বিশৃঙ্খলা ছাড়াই শেষ হলো বারের ভোট, চলছে গণনা

কোনো ধরণের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫-২৬) কার্যকরী পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শুরু হয়েছে ভোট গণনা। এখন শুধু অপেক্ষা ফল ঘোষণার।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ ঘোষণা করে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতি ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ চলে।
এবারের নির্বাচনে ১১৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১০৫৩ জন। যা মোট ভোটের প্রায় ৮৯ শতাংশ।
সকাল থেকেই আদালতপাড়া ছিল সরগরম। প্রার্থীদের সমর্থক ও রাজনৈতিক দলের কর্মীদের শোডাউন, স্লোগান, নির্বাচনী ক্যাম্পে জমায়েত ছিল চোখে পড়ার মতো। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতেও দেখা যায় প্রার্থীদের। নিরাপত্তা নিশ্চিতে আদালত প্রাঙ্গণে মোতায়েন ছিল পুলিশ।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি প্যানেল।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (নীল প্যানেল): সভাপতি পদে এড. সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক পদে এড. এইচ. এম. আনোয়ার প্রধান।
জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল (সবুজ প্যানেল): সভাপতি পদে এড. এ. হাফিজ মোল্লাহ, সাধারণ সম্পাদক পদে এড. মো. মাঈন উদ্দিন মিয়া।
আইনজীবী ঐক্য পরিষদ (রেজা-গালিব প্যানেল): সভাপতি পদে এড. রেজাউল করিম খান রেজা, সাধারণ সম্পাদক পদে এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিব।
তিন প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এড. মোহাম্মদ আলী।
এদিকে নির্বাচনী মাঠে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নেন দলের নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এড. আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এছাড়াও আদালত প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিএনপির প্রভাবশালী নেতা জাকির খানও।
অন্যদিকে জামায়াত সমর্থিত প্রার্থীদের পক্ষে মাঠে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, জেলা সভাপতি মমিনুল হক সরকারসহ অন্যান্য নেতারা।