নারায়ণগঞ্জ হবে জমিয়তে উলামায়ে ইসলামের শক্ত ঘাঁটি: মাওলানা ফেরদাউস

নারায়ণগঞ্জের উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সৎ ও আদর্শবান নেতৃত্বের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
বুধবার (২৭ আগস্ট) বাদ আসর চাষাড়া এলাকায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহানগর ১৩নং ওয়ার্ড শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা ছিলেন সংগঠনের মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “সামনে জাতীয় নির্বাচন ঘনিয়ে এসেছে। তফসিল ঘোষণার আগেই নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠনের কাজ শেষ করা হবে। যদি এ ধারাবাহিকতা বজায় থাকে, তবে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ হবে জমিয়তে উলামায়ে ইসলামের শক্ত ঘাঁটি।”
তিনি আরও বলেন, “বিগত দিনে বিভিন্ন দলের প্রতিশ্রুতি মানুষকে হতাশ করেছে। নারায়ণগঞ্জের মানুষ এখন সৎ ও আদর্শবান নেতৃত্বের অপেক্ষায়। সঠিক নেতৃত্ব পেলে এই শহর হবে যানজটমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি সুশৃঙ্খল নগরী।”
তিনি জোর দিয়ে বলেন, “আমরা শুধু রাজনীতির জন্য রাজনীতি করতে চাই না। আমরা চাই মূল্যবোধনির্ভর সমাজ গড়তে, যেখানে ধর্মীয় ও নৈতিক আদর্শ প্রতিষ্ঠিত হবে। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
প্রধান বক্তা মাওলানা কামাল উদ্দিন দায়েমী বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোনো ব্যক্তিকেন্দ্রিক দল নয়; এটি নীতিভিত্তিক সংগঠন। ইসলামী আদর্শকে সামনে রেখে সৎ নেতৃত্ব তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।”
এসময় উপস্থিত ছিলেন মাওলানা তাইজুল ইসলাম আব্বাস, মাওলানা আবু বক্কর, মাওলানা তৈয়বুল হোসেন, হাজী শাহীন, মাহবুবুর রহমান, ছাত্রনেতা মিরাজ, শেখ হিরা ইসলাম, মাওলানা সালাউদ্দিন, মাওলানা সাজ্জাদ, মাওলানা কামরুল হাসান দায়েমীসহ আরও অনেকে।
আলোচকরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।