রূপগঞ্জে যুবদলের উদ্যোগে আবাদী জমিতে ধানের চারা রোপণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রোহিলা এলাকায় কয়েক দিনের টানা বৃষ্টির পানিতে কৃষিজমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় শত শত কৃষক। জমিতে ধানের চারা রোপণ ও আবাদ নিয়ে হতাশায় দিন কাটছিল তাদের।
অতিরিক্ত বৃষ্টিপাত ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি উন্নয়ন বোর্ডের সুইচ গেট দিয়ে নদীতে পানি না নামায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে রোহিলা, বাঘপাড়া, আগলাসহ আশপাশের অন্তত পাঁচটি মৌজার প্রায় ৫০০ একর জমি পানির নিচে তলিয়ে যায়। ধান ছাড়াও সবজির ক্ষেত নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষকেরা।
কৃষকদের দুর্দশার খবর পেয়ে কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও রূপগঞ্জ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন ব্যবস্থা নেন। তিনি বিদ্যুৎ অফিস ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেন। পাশাপাশি শনিবার সকাল থেকে স্থানীয় শত শত কৃষকের সঙ্গে নিয়ে আবাদী জমিতে ধানের চারা রোপণ করেন।
এ সময় দুলাল হোসেন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে ধানের চারা রোপণ ছাড়াও বিনামূল্যে সার ও কৃষি বীজ বিতরণ করা হয়েছে।”
স্থানীয় কৃষক সালাম, আজিজ, আফজাল, আজগর ও আল আমীন জানান, পানিতে তলিয়ে জমি অনাবাদি হয়ে পড়ায় তারা হতাশায় ছিলেন। কিন্তু দুলাল হোসেনের উদ্যোগে শুধু জলাবদ্ধতা নিরসনই নয়, কৃষকদের হাতে বিনামূল্যে সার ও বীজও পৌঁছে গেছে। তাদের মতে, “এমন নেতারা থাকলে কৃষকদের দুঃখ-কষ্ট কমে আসবে।”
এ বিষয়ে নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল আলম রাজিব বলেন, “এটি নরসিংদী সেচ প্রকল্পের আওতাধীন। সুইচ গেটে ১০টি পাম্প থাকলেও বিদ্যুৎ সমস্যার কারণে সব সময় চালু রাখা যায় না। তবে একটি আবাসন প্রকল্প খাল বন্ধ করে রাখায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। তাদের সাত দিনের সময় দেওয়া হয়েছে। খাল অবমুক্ত না করলে অভিযান চালানো হবে।”