১৪ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৭, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: ২১:৩৮, ১৪ আগস্ট ২০২৫

শামীম ওসমানের হাজার কোটি টাকার প্রজেক্ট কোথায়: আল আমিন

শামীম ওসমানের হাজার কোটি টাকার প্রজেক্ট কোথায়: আল আমিন

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, বাসা থেকে বের হওয়ার সময়  বাবা বলে যে কোনদিন তোমার হারাম খাওয়াইনি তুমি কোনদিন আমাদের হারাম খাওয়াবে না। এই জিনিসটা আমাদের যে তরুণরা রক্ত দিতে রাজপথে নাম ছিলো তাদের মধ্যে আছে। আমরা যখন আন্দোলনে যাই পাঁচ আগস্ট দুপুর বেলা গুলিবিদ্ধ এক ব্যক্তিকে মেডিকেল নেওয়ার পথে বলছে ভাই আমি বাঁচবো না একটু মায়ের সাথে কথা বলতে চাই, ফোন বের করার সময় মানুষটা শহীদ হন। আমরা মৃত্যুর সামনে থেকে ফেরত এসেছি। সেদিন আমরা কোন লাভের জন্য যাইনি। এখনও আমাদের লোভ নেই।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ফতুল্লা পিলকুনি পাঁচ তালা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে রাজপথে গিয়েছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে থাকি তাহলে এই দেশে কোনো বৈষম্য থাকবে না। গত ১৬ বছরের ক্ষমতা গুম-খুন নির্যাতন পুলিশ, র‍্যাব  বিজিবি দিয়ে হত্যা কোন কিছুতেই টিকাতে পারেনি। অন্যরা তো হাত এখনো পাকায় নাই। এজন্য আমাদের বক্তব্য আমরা সুষ্ঠ সুন্দর বাংলাদেশ, সুস্থ রাজনীতি চাই। গায়ের জোরে রাজনীতি করতে চাই না। শিক্ষিত মানুষের পরিশীলিত রাজনীতি ও এলাকার সমাধানের রাজনীতি চাই।  

ফতুল্লার জলাবদ্ধতা নিয়ে বলেন, ডিসি অফিসে একটি সভায় বলেছি যে, "সাবেক এমপি শামীম ওসমান নাকি কয়েক হাজার কোটি টাকা প্রকল্প বাজেট নিয়ে আসছিল, সেই বাজেট বাস্তবায়ন হলে নাকি নারায়ণগঞ্জ সিঙ্গাপুর হয়ে যাবে। তাহলে প্রজেক্ট বন্ধ কেন? তিনি (ডিসি) বলেছেন প্রজেক্ট তো শেষ। আসলে আমাদের কোন পরিবর্তন হয়নি, হাজার কোটি টাকার প্রজেক্ট কোথায়। যে অবস্থা সেই অবস্থায় আছে মাঝখান দিয়ে টাকাগুলো নিয়ে গেছে তারা।

ফতুল্লা থানা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে সভায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, মাহিন সরকার, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, জেলা সমন্বয় কমিটির সদস্য ‎জাবেদ আলম, মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মাহফুজ খান, মুখপাত্র ‎মো. জহিরুল ইসলাম, মোহাম্মদপুর থানার সাবেক সদস্য আন্তর্জাতিক বিষয়ক সেল ও মুখপাত্র ফেরদৌস হোসেন সোহান, কতুবপুর ৮ নাম্বার ওয়ার্ড সাবেক ইউপি সদস্য ‎মনিরুল আলম মন্টু প্রমুখ।

‎‎সভার সভাপতিত্ব করেন, সদর উপজেলা প্রধান সমন্বয়কারী ‎আবুল খায়ের, সঞ্চালনা করেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলন জেলার সাবেক মুখপাত্র সারফারাজ হক সজীব।

সর্বশেষ

জনপ্রিয়