সিদ্ধিরগঞ্জে জামায়াতের সুধী সমাবেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উত্তর সাংগঠনিক থানা জামায়াতের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বাদ এশা চিটাগাং রোডের গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত এ সুধী সমাবেশে উপস্থিত ছিলেন শতাধিক বিশিষ্ট সুধীজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর কফিলউদ্দিন আহমেদ এবং পশ্চিম থানা আমির মাহাবুব আলম।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর থানা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা কামাল এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি রিপন মিয়া।