২৪ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫০, ২৩ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে ঘুষ দাবির অভিযোগে ভূমি জরিপ কর্মকর্তারা অবরুদ্ধ

সিদ্ধিরগঞ্জে ঘুষ দাবির অভিযোগে ভূমি জরিপ কর্মকর্তারা অবরুদ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমে ঘুষ দাবির অভিযোগে সহকারী সেটেলমেন্ট অফিসার ও সার্ভেয়ারকে অবরুদ্ধ করেছে স্থানীয় ছাত্র ও এলাকাবাসী।

বুধবার (২৩ জুলাই) দুপুরে হীরাঝিলের একটি স্কুলে জরিপ কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জরিপ চলাকালীন নিরীহ ভূমি মালিকদের কাছ থেকে ৩০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি ও আদায় করা হয়েছে।

অবরুদ্ধ দুই কর্মকর্তা হলেন—সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মহসিন আলী সরদার এবং সার্ভেয়ার নজরুল ইসলাম সরকার।

স্থানীয়রা জানান, জমির কাগজপত্র সঠিক থাকার পরও কর্মকর্তারা ‘জটিলতা’ দেখিয়ে টাকা দাবি করেন। ক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় একটি মসজিদ থেকে মাইকিং করে অভিযোগকারীদের ঘটনাস্থলে ডেকে আনেন। পরে একে একে অনেকেই উপস্থিত হয়ে ঘুষ দেওয়ার অভিজ্ঞতা জানান।

আমেনা বেগম নামে এক ভুক্তভোগী নারী বলেন, “আমি কিডনি রোগী। আমার ছেলেকে জমির কাগজপত্র দিয়ে পাঠালে কর্মকর্তারা বলেন জমিতে সমস্যা আছে, কাজ করতে হলে টাকা লাগবে। পরে হারুন নামে একজন বাসায় এসে ১০ হাজার টাকা নেয়।”

স্থানীয় ছাত্রনেতা আরাফাত জানান, “আমার মামা এনায়েত হোসেনের কাছ থেকে ১৯ হাজার টাকা নেওয়া হয়েছে। বহুদিন ধরে এ ধরনের অভিযোগ আসছে, আজ আমরা এলাকাবাসী মিলে তাদের অবরুদ্ধ করেছি।”

ঘটনার বিষয়ে ডিজিটাল ভূমি জরিপের ঢাকা জোনের প্রধান মাহমুদ জামান বলেন, “বিষয়টি তদন্তে লোক পাঠানো হয়েছে। অভিযুক্ত কর্মকর্তারা দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তাদের গ্রেপ্তারও করা হতে পারে।”

সর্বশেষ

জনপ্রিয়