মাইলস্টোনের শিক্ষার্থীদের স্মরণে ছাত্র ফ্রন্টের মোমবাতি প্রজ্বলন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মাইলস্টোনের শিক্ষার্থীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নাছিমা সরদার, জেলা সংগঠক আহমেদ রবিন স্বপ্ন, নারায়ণগঞ্জ কলেজ শাখা সংগঠক প্রভাতী আক্তার প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ইতোমধ্যে জনমনে সংশয় তৈরি হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের দায়িত্বহীন আচারণের কারণে শিক্ষার্থীদের মধ্যেও এমন আশঙ্কা তৈরি হয়েছে যার ফলে শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ করে। মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাস সংলগ্ন এলাকায় প্রতিবাদরত শিক্ষার্থীদের উপর যৌথবাহিনীর বল প্রয়োগ আমরা অবলোকন করেছি।
শিক্ষার্থীদের এমন নির্মম মৃত্যু সারাদেশের মানুষকে শোকাহত করেছে। এইচএসসি পরীক্ষার্থীসহ শিক্ষানুরাগীরা দাবি তুলেছিল পরীক্ষা স্থগিতের। মধ্যরাতে পরীক্ষা স্থগিত করার কারণে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান করেন শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে। বিক্ষোভরত এই শিক্ষার্থীদের উপরও রাষ্ট্রীয় যৌথ বাহিনী ন্যাক্কারজনক হামলা চালায়।
নেতৃবৃন্দ আরও বলেন, অনতিবিলম্বে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিহত-আহতের সংখ্যাসহ সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ দিতে হবে। সারাদেশে শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভ দমনে রাষ্ট্রীয় বাহিনীর হামলা ও নিপীড়নের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। এঘটনার সাথে জড়িদের সুষ্ঠু তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে।