২৪ জুলাই ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯:০৫, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ১৯:২৭, ২৩ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের শোক

বিমান দুর্ঘটনায় নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের শোক

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (এনজেটিজেএ)।

বুধবার (২৩ জুলাই) সংগঠনের সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং চিকিৎসাধীন হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সঠিক ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদানে প্রধান উপদেষ্টার যথাযথ হস্তক্ষেপ কামনা করেন। প্রয়োজনে দ্রুত বিদেশে পাঠিয়ে সঠিক চিকিৎসার দাবি করেন তারা। 

শোকবার্তায় আরও বলেন, মৃত্যুর সংখ্যা দিনদিন বাড়ছেই। ‘এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি সেদিকেও লক্ষ্য রাখার দাবি করেন।

সর্বশেষ

জনপ্রিয়