’জুলাই সনদ নিয়ে তালবাহানা বরদাস্ত করা হবে না’

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি ও উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ। সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, এই সনদ ঘোষণাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে এক নম্বর এজেন্ডা হওয়ার কথা থাকলেও সরকার ‘অদৃশ্য কারণে’ সে পথে হাঁটছে না। তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেড় সহস্রাধিক শহীদের রক্ত এবং হাজার হাজার আহতদের ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশ কোনো ব্যক্তির আখের গুছানোর লীলাভূমি হতে পারে না।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত বর্ধিত সভায় এসব কথা বলেন নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক আবু হাসান টিপু। এতে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা এন আর বি মামুন, রফিকুল ইসলাম, আব্দুর রহমান, আলি নেওয়াজ তালুকদার টরী, মোহাম্মদ নাজমুল হাসান রুমি, কাজী মো. মাকসুদুল ইসলাম, নাঈমূর রওনক খান, গিয়াসউদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা আরও বলেন, "যে রক্তের বন্যা ও ত্যাগের মধ্য দিয়ে এই দেশের গণজাগরণ ও পরিবর্তন সূচিত হয়েছে, তার স্বীকৃতি রূপে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন আজ সময়ের দাবি। কেউ চাইলেই এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না।"
সভা থেকে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সকাল ১১টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও শহরের প্রধান প্রধান সড়কে মৌন মিছিল অনুষ্ঠিত হবে।