১১ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৯, ১০ জুলাই ২০২৫

শেরপুর কারাগার থেকে পলাতক আসামি ফতুল্লায় গ্রেফতার

শেরপুর কারাগার থেকে পলাতক আসামি ফতুল্লায় গ্রেফতার

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক চার্জশিটভুক্ত আসামি মো. আরিফুল ইসলামকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তক্কার মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জিব জোয়াদ্দার।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশে চলমান অরাজক পরিস্থিতির সুযোগে দেশের বিভিন্ন কারাগার থেকে কয়েদিরা পালিয়ে যায়। ওই দিন শেরপুর জেলা কারাগার থেকেও ৫১৮ জন কয়েদি পালিয়ে যায়। এরপর থেকে পলাতকদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে জেলা পুলিশ।

জানা যায়, শেরপুর জেলার নকলা থানার মামলায় অভিযুক্ত আসামি মো. আরিফুল ইসলাম (৩৬), ফতুল্লার শিয়াচর (পূর্ব শিয়াচর লাল খাঁ) এলাকার আলী হোসেন বেপারির ছেলে।গত বছরের ৫ আগস্ট বিকাল ৪টায় শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যান।

জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামির বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়