০৮ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৭, ৭ জুলাই ২০২৫

কামাল হোসেনের পরিবারের পাশে অধ্যাপক মামুন মাহমুদ

কামাল হোসেনের পরিবারের পাশে অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম কামাল হোসেনের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে ও সদস্যপদ নবায়নের প্রক্রিয়ায় অংশ নিতে সোমবার (৭ জুলাই) বিকেলে তাঁর সিদ্ধিরগঞ্জের বাসভবনে যান নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

মরহুম কামাল হোসেনের স্ত্রী নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভাপতি মোসলেহা কামাল ও ছেলে মাজহারুল ইসলাম এ সময় অধ্যাপক মামুন মাহমুদকে স্বাগত জানান।

সৌজন্য সাক্ষাতে মোসলেহা কামাল বলেন, “এ ধরনের শুভেচ্ছা ও খোঁজখবর নেওয়া আমাদের পরিবারের জন্য আনন্দ ও সম্মানের। এটি প্রমাণ করে, বিএনপি এখনো ত্যাগী নেতাকর্মীদের পরিবারকে স্মরণে রাখে।”

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ত্যাগী নেতাদের সম্মান জানাতে এবং তাঁদের পরিবারের পাশে থাকতে চেষ্টা করছি। এই সৌজন্য সফর তারই অংশ। যারা দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন, তাদের পরিবারকে আমরা কখনও ভুলিনি, ভবিষ্যতেও ভুলবো না।”

তিনি আরও জানান, সদস্য নবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে শহীদ, মুক্তিযোদ্ধা ও প্রয়াত নেতাদের পরিবারের সদস্যদের যুক্ত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই ধারাবাহিকতা চলমান থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়