সংস্কার চাই আমরাও, কিন্তু মানুষের ভোটের অধিকার নষ্ট করে নয়

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “সংস্কার চাই আমরাও, কিন্তু মানুষের ভোটের অধিকার নষ্ট করে নয়। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দেশে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন আমাদের দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।”
সোমবার (৭ জুলাই) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর হাটখোলা স্কুল মাঠে কাশীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিএনপির নেতাকর্মীরা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকেও দিকনির্দেশনা দিয়ে আন্দোলনকে সফল করেছেন। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। তারেক রহমান আজ দেশের মানুষের স্বপ্নের প্রতীক, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক।”
গিয়াসউদ্দিন আরও বলেন, “আগামী নির্বাচন নিয়ে আর কোনো তালবাহানা জনগণ মেনে নেবে না। জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এখন সময়ের দাবি। সংস্কার করুন, তবে ভোটাধিকার নষ্ট করে নয়। তা না হলে যেই সম্মান আজকে আপনাদের প্রতি জনগণের, তা হারাতে সময় লাগবে না।”
তিনি নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী লীগের দোসর যেন বিএনপির সদস্য হতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাঈনুল হোসেন রতন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আরিফ মন্ডল ও যুগ্ম-সাধারণ সম্পাদক আশিক মাহমুদ সুমন।
প্রধান বক্তা ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ মোল্লা। বিশেষ বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক।
বিশেষ অতিথি ছিলেন: অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, মাজেদুল ইসলাম, এম.এ. হালিম জুয়েল, আলাউদ্দিন খন্দকার শিপন, জি এম সাদরিল, মো. কবীর প্রধান, হাজী বিল্লাল হোসেন, লোকমান হোসেন, হাসান মাহমুদ পলাশ, আলমগীর হোসেন, হাসান আলী, হাজী মো. মাসুদুর রহমান, মো. রাসেল মাহমুদ, কামাল বেপারি, মো. দুলাল, আতাউর রহমান শামীম প্রমুখ।