০৮ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২০, ৭ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দকে খেলাফত মজলিসের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দকে খেলাফত মজলিসের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে খেলাফত মজলিস। সোমবার (৭ জুলাই) বাদ মাগরিব নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ প্রেসক্লাব নেতাদের অভিনন্দন জানান এবং সাংগঠনিক ঐক্য ও গণতান্ত্রিক চর্চার বিষয়ে মতবিনিময় করেন।

খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, মহানগর সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, মুহাম্মদ আল-ফাহাদ প্রমুখ।

প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন, কার্যনির্বাহী সদস্য আরিফ আলম দিপু, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম, মাহফুজুর রহমান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়