লিটন সাহাকে র্যাবের জিজ্ঞাসাবাদ

প্রেস নারায়ণগঞ্জ: সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব-১১। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে শহরের টানবাজার এলাকা থেকে তাকে র্যাব-১১ এর শায়েস্তা খাঁ সড়কের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। প্রায় ৩০ মিনিট জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর উপপরিচালক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম। তিনি জানান, লিটন সাহাকে আটক করা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল।
এই বিষয়ে লিটন সাহা বলেন, বিকেল ৪টার দিকে টানবাজার এলাকার ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আসেন র্যাব সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব অফিসে নিয়ে যাওয়া হয়। প্রায় ৩০ মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়।
এর আগে লিটন সাহার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের পক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের দেবতার ছবি ছুঁইয়ে ভোটের প্রতিশ্রুতি নেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। বৃহস্পতিবার রাতে ৩২ সেকেন্ডের ভিডিও ক্লিপটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নগরবাসীর মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে লিটন সাহাকে ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাকসুদ হোসেন রকির ঠেলাগাড়ি মার্কায় ভোট চাইতে দেখা যায়। তিনি তার গলায় দেবতার ছবি ভোটারের কপালে ছুঁইয়ে ভোটের প্রতিশ্রুতি আদায় করেন। লিটন সাহা নারায়ণগঞ্জের ওসমান পরিবারের ঘনিষ্ঠজন।
প্রেস নারায়ণগঞ্জ.কম