জনগণের জন্য কাজ করতে চাই: বিপ্লব
বাসদ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আবু নাঈম খান বিপ্লব নারায়ণগঞ্জ শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় তিনি নারায়ণগঞ্জ ২ নম্বর রেলগেট থেকে শুরু করে পুরান কোর্ট, উকিলপাড়া, ফলপট্টি, সিরাজদ্দৌলা রোড, বন্দর ঘাট ও চেম্বার রোড এলাকায় গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাসদ বর্ধিত ফোরামের সদস্য ও চারণের আহ্বায়ক প্রদীপ সরকার, ১৫ নম্বর ওয়ার্ড বাসদের নেতা তাজুল ইসলাম, ১৬ নম্বর ওয়ার্ডের নেতা আব্দুল খালেক, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে আবু নাঈম খান বিপ্লব বলেন, নির্বাচন যেন টাকার খেলা, পেশিশক্তি ও মাস্তানের দাপট, পুলিশ ও প্রশাসনের পক্ষপাতিত্ব কিংবা ধর্মীয় বিশ্বাসের অপব্যবহারে পরিণত না হয়, সেদিকে নির্বাচন কমিশনকে কঠোরভাবে নজর দিতে হবে। ভোট কেনার জন্য কালো টাকা ছড়িয়ে নিজের ও ভোটারদের চরিত্র নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, আমরা জনগণের অর্থে, জনগণের অংশগ্রহণে একটি নির্বাচন চাই এবং জনগণের জন্য কাজ করতে চাই। সংসদ কোনো কোটিপতিদের ক্লাব নয়, নিপীড়নমূলক আইন তৈরি বা দেশের সম্পদ ভাগ-বাটোয়ারার প্রতিষ্ঠানও নয়। সংসদকে জনগণের অধিকার আদায়ের প্রকৃত প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
এ জন্য নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন ও বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।





































