ইসলামী ছাত্র আন্দোলন মহানগরের উদ্যোগে নবীন আলেমদের সংবর্ধনা
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে নবীন আলেমদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় নগর কার্যালয়ে অনুষ্ঠিত ‘নবীন আলেম সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুহাম্মদ আবুল হাশিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সানভীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দক্ষতা ও বিতর্ক সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক কিংবদন্তিতুল্য অধ্যায়। জাতি-ধর্ম-শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম-উলামা ও মাদরাসা শিক্ষার্থীরাও এই যুগান্তকারী ইতিহাস বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং ৩০ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন।
তিনি আরও বলেন, এই রক্তক্ষয়ী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আলেম সমাজ ও ছাত্রদের বলিষ্ঠ নেতৃত্বে সর্বস্তরের মানুষ রাজপথে অংশগ্রহণ করেছেন। দেশের মানুষ আজ আলেমদের নেতৃত্ব দেখতে চায় এবং আলেমদের মাধ্যমেই সমাজ গঠন করতে চায়। আলেমরাই এ দেশের সূর্য সন্তান। ইসলামের সোনালি যুগ পুনরুদ্ধারে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতী মাসুম বিল্লাহ। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন আলেম সমাজের অভিভাবক মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুর ঘোষণা করেছিলেন—‘এই যুদ্ধ জালেমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম’, তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও দেশের আলেম সমাজ ও মাদরাসা শিক্ষার্থীরা রক্ত ঝরিয়ে রাজপথে নেমেছেন।
তিনি আরও বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরে আলেম সমাজ যেভাবে রক্ত দিয়েছে, একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও শতাধিক আলেম ও মাদরাসা শিক্ষার্থী শহিদ হয়েছেন এবং অনেকেই অঙ্গহানি ঘটিয়েছেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবুল হাশিম বলেন, আজ যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবর্ধিত হয়েছেন, সবাইকে মোবারকবাদ জানাই। ভবিষ্যতে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে একটি কল্যাণরাষ্ট্র গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা করি ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি মুফতী হাবিবুল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মেহেদী হাসান এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেনসহ সাবেক ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, প্রশিক্ষণ সম্পাদক এম. মেহেদী হাসান, দাওয়াহ সম্পাদক মুহাম্মদ আবরারুল করিম, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ সাইম হোসেন, বিশ্ববিদ্যালয় সম্পাদক শাহ মুহাম্মদ ছগির হোসেন, কওমী মাদরাসা সম্পাদক শেখ মুহাম্মদ রুহুল আমিন, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মদ জিহাদ হাসান, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মদ কাউসার আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ হাসিবুল হাসান এবং কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আলিফ রহমান ফাহাদ।





































