২৪ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৬, ২৩ জানুয়ারি ২০২৬

হাতপাখার প্রতি মানুষের আন্তরিকতা মুগ্ধ করার মতো: মাসুম বিল্লাহ

হাতপাখার প্রতি মানুষের আন্তরিকতা মুগ্ধ করার মতো: মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “গত ৫৪ বছরে মানুষ বিভিন্ন দল ও প্রতীক দেখেছে। এবার তারা সত্যিকার অর্থে দেশ গঠনের প্রতীক হিসেবে হাতপাখাকে দেখতে চায়। জনগণ এবার হাতপাখায় ভোট দেবে। হাতপাখার প্রতি মানুষের আন্তরিকতা সত্যিই মুগ্ধ করার মতো।”

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বন্দর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এদিন বিকেলেও তিনি ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।

মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, “আমাদের নেতাকর্মীরা মাঠে-ময়দানে সর্বত্র হাতপাখার পক্ষে কাজ করে যাচ্ছেন। জনগণ যদি সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সহসভাপতি মাওলানা হাসান ইমাম মুন্সি, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, ফারুক হাওলাদার, মহানগর ছাত্র আন্দোলনের সহসভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বন্দর থানা পূর্ব শাখার সেক্রেটারি মাসুদ রানা, মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, জিহাদ হাসান, ইরফাত হোসেন, শাহীন আলম, মিজানুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়