সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের দাবি বাসদ প্রার্থী সেলিম মাহমুদের
নারায়ণগঞ্জ-৪ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিম মাহমুদ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় ফতুল্লা রেল স্টেশন থেকে ফতুল্লার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় নির্বাচনি পরিচালনা কমিটির সদস্যসচিব নিখিল দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে সেলিম মাহমুদ বলেন, “নির্বাচনে ভোট কেনার জন্য কালো টাকা ছড়িয়ে নিজের ও ভোটারদের চরিত্র নষ্ট করার প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে। আমরা চাই জনগণের অর্থে, জনগণের অংশগ্রহণে নির্বাচন হোক। আমরা জনগণের জন্য কাজ করতে চাই; সংসদ কোটিপতিদের ক্লাব নয়, নিপীড়নমূলক আইন প্রণয়নকারী বা দেশের সম্পদ ভাগবাটোয়ারার প্রতিষ্ঠান নয়। সংসদ জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠান হতে হবে।”
তিনি আরও বলেন, “এবারের নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেই বিষয়ে নির্বাচন কমিশনকে নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি সরকারেরও নজর রাখতে হবে যেন কোনো ধরনের সন্ত্রাস ও ভয়ভীতি এই নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে না পারে।”





































