২৪ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৮, ২৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:০৮, ২৩ জানুয়ারি ২০২৬

ইসলামী আন্দোলন কারো ক্ষমতার সিঁড়ি না: রেজাউল করিম

ইসলামী আন্দোলন কারো ক্ষমতার সিঁড়ি না: রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলন কারও নীল নকশা বা ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহার হবে না।

দশ দলীয় জোট থেকে বেরিয়ে আসার কারণ হিসেবে একটি “স্বার্থান্বেষী মহলের প্রতারণার” কথাও উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ-৪ আসনের পঞ্চবটি হরিহরপাড়া এলাকায় এক জনসভায় রেজাউল করিম বলেন, “যখন আমাদের প্রতারিত করলো, নিজেদের চলার সাথি-বন্ধুর সাথে প্রতারণা করলো, তখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের এই নীল নকশার বা ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে আমরা ব্যবহার হতে পারি না।

তিনি হাতপাখার পক্ষে ভোট চেয়ে বলেন, “দেশ, ইসলাম ও শরিয়ার প্রতি সম্মান রেখে আমরা একটা বাক্স রেখেছি হাতপাখা। আর কোনো বাক্স ইসলামের পক্ষে নাই।”

ইসলামী আন্দোলনের আমীর বলেন, “ইসলামের পক্ষে একটা বাক্স রাখার চেষ্টা আমরা করেছিলাম। কারণ, বহু আদর্শের রাষ্ট্র পরিচালনা আমরা দেখেছি, পরিবর্তন আনতে পারে নাই। যে দেশে ৯২ ভাগ মুসলমান বসবাস করে, সে দেশে বাস্তবতা হলো- ইসলামী নীতি-আদর্শের মাধ্যমে দেশ পরিচালনার দ্বারাই শান্তি এবং আমরা যা চেয়েছি তা পাবো। এই লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে যখন চলছিলাম তখন সাড়াও এসেছিল।”

“কিন্তু এক শ্রেণির স্বার্থান্বেষী মহল এ সুযোগটাকে ব্ল্যাকমেইল করে আমাদেরকে প্রতারিত করেছে। তারা ইসলামের বাক্সের পরিবর্তে একক ক্ষমতায় যাবার রঙিন স্বপ্ন দেখা শুরু করলো। এই রঙিন স্বপ্ন দেখতে গিয়ে আমাদের বড় লক্ষ্য, উদ্দেশ্যকে ম্লান ককে দিলো। পাকা ধানের ভেতর মই দিয়ে ধানকে ধ্বংস করে দিলো”, যোগ করেন তিনি।

রেজাউল আরও বলেন, “আমরা দেখলাম, ইসলামের সাইনবোর্ড থাকলেও তারা বাস্তবে শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। সম্পূর্ণ (ইসলামের) লেবেল লাগিয়ে আমাদেরকে ধোকা দিয়েছে।”

“তারপর দেখলাম গোপনে গোপনে পাশের রাষ্ট্র ভারতের সাথে, একবার নয় বহুবার মিটিংয়ের মাধ্যমে আমাদের দেশের মানুষের কলিজায় তীরের আঘাত দিয়েছে”, চরমোনাই পীর বলেন।

এর আগে নারায়ণগঞ্জ-৩ আসনে সোনারগাঁয়ের কাঁচপুরে জনসভায় বক্তব্য রাখেন তিনি।

চরমোনাই পীর এ জনসভায় বলেন, “বন্ধুদের সঙ্গে যারা প্রতারণা করে, তারা ক্ষমতায় গেলে জনগণের সঙ্গেও প্রতারণা করবে। আমরা এই ধোকাবাজদের ক্ষমতার সিঁড়ি হতে চাই না। আমরা রাজনীতি করি এই দেশ ও মানুষের কল্যাণের জন্যে, ইসলামকে বাস্তবায়নের জন্য।”

সর্বশেষ

জনপ্রিয়