১৬ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৬, ১৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:২৮, ১৬ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়া আলেম সমাজের পাশে ছিলেন: মান্নান

খালেদা জিয়া আলেম সমাজের পাশে ছিলেন: মান্নান

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

তিনি বলেন, “খালেদা জিয়াই সর্বপ্রথম দেশে সংসদীয় ব্যবস্থা চালু করেন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেন।”

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের আম্বার পেপার মিলস এলাকায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজহারুল ইসলাম আরও বলেন, “শেখ হাসিনার শাসনামলে আলেম সমাজের ওপর নির্যাতন চালানো হয়েছে। আলেমদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়েছে। কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবসময় এই নির্যাতনের প্রতিবাদ করেছেন এবং আলেম সমাজের পাশে দাঁড়িয়েছেন। তিনি মানুষের মৌলিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন।”

তিনি বলেন, “বিগত স্বৈরাচারী হাসিনার আমলে শাপলা চত্বরে আলেমদের ওপর চালানো বুলডোজার ও গুলিবর্ষণের ঘটনার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিনি সবসময় নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেছেন।”

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে ধানের শীষের এ প্রার্থী বলেন, “আপনারা সবাই এই মহান নেত্রীর জন্য দোয়া করবেন। একইসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁদের পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবেন।”

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে দোয় মাহফিলের এ আয়োজনে সঞ্চালনা করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি টিএইচ তোফা ও জেলা বিএনপির সাবেক সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন ইব্রাহিম, হারুন, মাহাবুব, আনোয়ার, সাজ্জাদ, সাব্বির, মৃদুল ও আসলাম।

সর্বশেষ

জনপ্রিয়