ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি, লতিফ সিদ্দিকের বিবৃতি
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলে বিবৃতি দিয়েছেন দারুল ইশক্ হোসাইনিয়া খানকা শরীফের খাদেম লতিফ সিদ্দিক রতন। তার অভিযোগ, খানকার প্রতিষ্ঠাতা ও পরিচালককে জড়িয়ে আপত্তিকর ও বিভ্রান্তির তথ্য ছড়ানো হচ্ছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
লফিত সিদ্দিক রতন বলেন, “নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি কিছু তথ্য প্রচারিত হয়েছে। এসব তথ্য মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যমকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার প্রতিপক্ষের লোকজন একটি এডিট করা ছবি ব্যবহার করে আমার সামাজিক সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে এই কাজ করছে।”
তিনি আরও বলেন, “বিশেষভাবে দুঃখ ও মর্মাহত হওয়ার বিষয় হলো- এই মিথ্যা প্রতিবেদনে আমার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সোহাগ সাহেব এবং যে দারুল ইশক্ হোসাইনিয়া খানকা শরীফের আমি একজন খাদেম, সেই খানকার প্রতিষ্ঠাতা ও পরিচালককে জড়িয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করা হয়েছে।”
“আলহাজ্ব মো. সোহাগ সাহেব আমার অভিভাবক সমতুল্য একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি একজন অত্যন্ত ধার্মিক, সৎ, মানবিক ও সমাজসেবী মানুষ। দারুল ইশক্ হোসাইনিয়া খানকা শরীফ একটি ধর্মীয় ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান, যার সঙ্গে কোনো ধরনের অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। এই ধরনের কুৎসা রটনা ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার একটি জঘন্য অপচেষ্টা। আমি আরও জানাতে চাই যে, এই মিথ্যা ও অপপ্রচারমূলক সংবাদের সঙ্গে জড়িত ব্যক্তিকে আমি চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ আমার কাছে রয়েছে।”





































