১৬ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৭, ১৬ জানুয়ারি ২০২৬

কালাম ভাইকে ধানের শীষ মার্কায় বিজয়ী করবো: সাখাওয়াত

কালাম ভাইকে ধানের শীষ মার্কায় বিজয়ী করবো: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার দল যে মার্কা যার হাতে তুলে দিয়েছে তার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়বো। আমরা তাকে নির্বাচিত করার জন্য সকল কাজ পেছনে ফেলে এটাকে অগ্রাধিকার দিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো।”

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা।

তিনি বলেন, “আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ মার্কায় অ্যাডভোকেট আবুল কালাম ভাইকে আমরা বিজয়ী করবো, এটাই আমাদের প্রত্যাশা। নেতা-কর্মীদের প্রতি একটা অনুরোধ, আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। বিএনপি ক্ষমতায় আসলে কোনো অন্যায় করা হবে না।” 

তিনি আরও বলেন, “গত ১৭ বছর জিয়া পরিবারের উপর অন্যায়-অবিচার হয়েছে। এখানে অনেকেই আওয়ামী লীগের আমলে চরম নির্যাতিত নিষ্পেষিত হয়েছি। যারা জেল খেটেছি, যারা মামলা খেয়েছি, আমাদের তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে রেখেছে। আমরা যে জেল খেটেছি অনেক ভালো জেল খেটেছি, তার চেয়ে চরমভাবে অবহেলিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে নির্জন কারাবাসে রেখে বিনা চিকিৎসায় তিলে তিলে হত্যার চক্রান্ত হয়েছে। তার জন্য দোয়া করবো তাকে যেনো আল্লাহ বেহশত নসিব করে।”

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, মহানগর বিএনপির সদস্য আমিনুর রহমান মিঠুসহ ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়