১৬ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৪, ১৬ জানুয়ারি ২০২৬

মৃত্যুর আগেও খালেদা জিয়া দেশ ও জনগণের কথা ভেবেছেন: কাসেমী

মৃত্যুর আগেও খালেদা জিয়া দেশ ও জনগণের কথা ভেবেছেন: কাসেমী

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “আজ থেকে পাঁচ-ছয় বছর আগে করোনাকালীন আমি এই এলাকায় এসেছিলাম। তখন এলাকার মুরুব্বি বারেক চেয়ারম্যানের দাফনে অংশ নিয়েছিলাম। সেই দিনের কষ্টের স্মৃতি আজও আমাকে কাঁদায়। কিন্তু আজ এসেছি আরও বড় শোক নিয়ে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন।”

শুক্রবার (১৬ জানুয়ারি) ফতুল্লার আলীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ এলাকায় অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “মৃত্যুর আগে হাসপাতালে শয্যাশায়ী অবস্থাতেও খালেদা জিয়া দেশ ও জনগণের কথা ভেবেছেন। তিনি আমাদের অনুরোধ করেছিলেন যেন, নেতাকর্মীরা ক্ষোভের বশে দেশের সম্পদ নষ্ট না করে। এমন একজন মহীয়সী নারীর জন্য যত দোয়া করা হয়, ততই কম মনে হয়।”

অনুষ্ঠানে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জাতীয়তাবাদী দলের জেষ্ঠ্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন শিকদার, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান এবং জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়