১৬ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৭, ১৬ জানুয়ারি ২০২৬

চাষাঢ়ায় মুখে কালো কাপড় বেঁধে হাদি হত্যার বিচার দাবি

চাষাঢ়ায় মুখে কালো কাপড় বেঁধে হাদি হত্যার বিচার দাবি

নগরীর চাষাঢ়া এলাকায় ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবং ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভে ছাত্র-জনতার ব্যানারে মুখে কালো কাপড় বেঁধে এই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও স্থানীয় ছাত্র নেতা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মুখে কালো স্কচটেপ ও কাপড় ব্যবহার করে প্রতিবাদ জানান এবং হাদির হত্যার বিচারের তাগিদ জানান।

এ সময় হাদীর ছবি সংবলিত লিফলেট বিতরণ করে শিক্ষার্থীরা জনগণকে সচেতন করার পাশাপাশি দ্রুত বিচারের দাবিও জানান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষার্থী মাহাদি হাসান জিতু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান, নীট ফেব্রিক নিটিং-এর মো. শাহেদ এবং অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা দাবি জানান, শরিফ ওসমান হাদির হত্যার সাথে যুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করা হোক এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়