খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মুকুলের দোয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুলের উদ্যোগে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানের বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, “আমাদের দেশমাতা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় আমরা এই দোয়ার আয়োজন করেছি। আপনারা সবাই আপোষহীন দেশনেত্রীর জন্য দোয়া করবেন। সামনে জাতীয় নির্বাচন, সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে।”
মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আব্দুস সবুর খান সেন্টু, মনিরুজ্জামান মনির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মালেক মেম্বার ও রাসেল, ২০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মান্নান ও হাজী আসলাম, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আবু নাসের, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ফারুক চৌধুরী, বন্দর থানা বিএনপি নেতা মোস্তাকুর রহমান মোস্তাক ও জান্নাতুল ফেরদৌস রাজিব।
এছাড়াও উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা স্বপন মাহামুদ, আনোয়ার হোসেন, ফারুকুল ইসলাম ও সাহাদাত হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা পিয়ার, ধামগড় ইউনিয়ন বিএনপি নেতা ইসলাম ও নূরুজ্জামানসহ বন্দর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





































