খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন আবুল কালাম
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়ায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অজিত সাহার উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দেওভোগ আখড়া মন্দিরে গীতা পাঠ, প্রসাদ বিতরণ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
প্রার্থনা সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়ার আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “আজ আমরা শোকাহত। আমাদের আপোষহীন নেত্রী ৩০ তারিখ আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।”
তিনি আরও বলেন, “এই আয়োজনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। শুধু এটুকু বলবো—আমরা যে সময় পার করেছি, তার যেন আর পুনরাবৃত্তি না হয়, সেই প্রস্তুতি সবাইকে নিতে হবে। খালেদা জিয়া জনগণের নেত্রী ছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই।”
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর প্রয়াণে দেশ একজন প্রবীণ ও প্রভাবশালী নেত্রীকে হারিয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সকল মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামল মহারাজ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অজিত সাহা, আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, সোলেমান সরকার, দিদার খন্দকার, শফিউদ্দিন সোহেল ও মোনছুর উদ্দিন পলিনসহ অন্যান্যরা।





































