সেন্টুর বহিষ্কারাদেশ বহাল
নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ বহাল রেখেছে দল।
শুক্রবার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগেরদিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল ভুলবশত এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম সেন্টুর বহিষ্কার প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি মো. মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ বহাল থাকবে।
২০১৮ সালের প্রকাশ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মনিরুল আলম সেন্টুকে।
পরে তিনি ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করেন এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।





































