খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ভালো সেন্ট্রালের উদ্যোগে দোয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও তবারক বিতরণ করেছে ভালো সেন্ট্রাল। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে নিতাইগঞ্জস্থ সংগঠনটির কার্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জনগণের জন্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ও অর্থবহ হয়ে ওঠে।





































