বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের স্থান হবে না: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আমরা কোনো ধরনের চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজকে প্রশ্রয় দেব না। আমাদের দলে যদি এমন কেউ থেকে থাকে, তাহলে আজকের পর থেকে সাবধান হয়ে যান। অন্যথায় বিএনপিতে আপনাদের কোনো স্থান থাকবে না।”
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে ১৫ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, “বিএনপিতে যারা গত ১৫ বছর ধরে মামলা খেয়েছেন, জেল খেটেছেন, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন— তারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে ধানের শীষ মার্কাকে বিজয়ী করব। ধানের শীষ বিজয়ী হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।”
তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীরা ১৫ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে আছে। এই এলাকার মশা নিধনের জন্যও বিএনপি তৎপর রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি শাসনক্ষমতায় আসে, তাহলে রাষ্ট্র কাঠামোর সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ কর্মসূচি বাস্তবায়িত হলে বাংলাদেশ ও এর মানুষের জীবনে এক অনন্য পরিবর্তন সাধিত হবে। আইনসভা, বিচার বিভাগসহ রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার ঘটবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. ফেরদৌস রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শওকত আলী লিটন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধানসহ মহানগর ও ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।