দ্রুত কদমরসূল সেতুর কাজ শেষ করার দাবি মাসুদুজ্জামানের

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, কদম রসূল সেতু বন্দর ও সদর অঞ্চলের লাখো মানুষের স্বপ্ন। প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক টানাপোড়েনে বছরের পর বছর বিলম্বিত হলেও, এখনই সময় এই সেতুর কাজ দ্রুত সম্পন্ন করার। আমরা অবিলম্বে এ সেতুর কাজ বাস্তবায়নের দাবি জানাই।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত “রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়ন” বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এক বক্তব্যে তিনি এ দাবি জানান।
মাসুদুজ্জামান বলেন, এই সেতু নির্মিত হলে নারায়ণগঞ্জের অর্থনীতি, যোগাযোগ ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমার কাছে সদর ও বন্দরের মধ্যে কোনো পার্থক্য নেই। উন্নয়ন হবে সমগ্র নারায়ণগঞ্জের প্রতিটি মানুষের জন্য সমানভাবে।
তিনি বলেন, “গ্যাস সংকট নিয়ে দীর্ঘদিন ধরে কলাগাছিয়ার মানুষ ভোগান্তিতে আছে। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেব।
তিনি আরও বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। রাজনীতি আমার কাছে মানুষের আস্থা ও দায়িত্বের প্রতীক। আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সম্মানের রাজনীতি। মানুষের ভালোবাসা ও উপস্থিতিই প্রমাণ করে এই এলাকার মানুষ পরিবর্তন চায়, চায় ন্যায়ের রাজনীতি এবং এমন নেতৃত্ব, যে মানুষের সুখে-দুঃখে পাশে থাকবে। আমরা এমন এক নারায়ণগঞ্জ গড়তে চাই যা হবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত—শান্তি, উন্নয়ন ও শিক্ষার কেন্দ্র।
সভায় সভাপতিত্ব করেন বন্দর কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নূরে আলম।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষকদলের সভাপতি এনামূল খন্দকার স্বপন, মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক জহিরুল ইসলাম জয়, বন্দর উপজেলা কৃষকদলের সভাপতি মো. ফারুক, বন্দর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন, বন্দর উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাহাবুব উল্লাহ তপন, হাজী ফারুক হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, শহিদুল ইসলাম রিপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, মো. ফারুক হোসেন, মো: আলমগীর হোসেন, কলাগাছিয়া ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফূল, কলাগাছিয়া ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জুয়েল, কলাগাছিয়া ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোতালেব, কলাগাছিয়া ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আরাফাতসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।