১১ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৯, ১০ অক্টোবর ২০২৫

কাশীপুরে বিএনপির প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া

কাশীপুরে বিএনপির প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া

ফতুল্লার কাশীপুরে বিএনপির প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাদ মাগরিব ফতুল্লার কাশীপুর মধ্যপাড়ায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে কাশীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওমর আলী ও সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন শিকদারের নেতৃত্বে প্রয়াত নেতাদের জন্য মাগফেরাত কামনা করা হয়।

ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি কবির প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাবু, বিএনপি নেতা কামাল বেপারী, মোক্তার হোসেন মুক্তু, আমিনুল ইসলাম কাজী, শওকত আলী, দুলাল হোসেন, মমতাজ হোসেন, যুবদল নেতা মোহাম্মদ আলী, শামীম হোসেন, নূর আলম সিদ্দিকী, সানী শিকদার, কাজী সোহাগ, আলমগীর হোসেন প্রমুখ।

মাহফিলে বক্তব্যে কবির প্রধান বলেন, “নারায়ণগঞ্জের রাজনীতিতে কাশীপুরের বিশেষ ভূমিকা রয়েছে। এখানে বিএনপির বহু ত্যাগী নেতার জন্ম হয়েছে। অতীতে আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানকারী অনেক নেতাকে আমরা হারিয়েছি। তাদের অবদান ভুলে যাওয়ার নয়; আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।”

সর্বশেষ

জনপ্রিয়