এনটিসিসি বাবুরাইল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এনটিসিসি বাবুরাইল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ১ নং বাবুরাইল খেলার মাঠে। খেলায় হ্যাপি গ্রুপ চ্যাম্পিয়ন ও এফসিটি রানার্সআপ হয়েছে।
চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও ২৫ হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেন প্রধান অতিথি আফসানা আফরোজ বিভা।
প্রধান অতিথির বক্তব্যে বিভা বলেন, “সুস্থতা হলো আল্লাহ তা’আলার নেয়ামত। সন্তানদের সুস্থ রাখতে হলে তাদের খেলাধুলায় মনোযোগী করতে হবে। আমরা সন্তানদের পড়াশোনার জন্য যেমন চাপ দিই, খেলাধুলার জন্যও সুযোগ দিতে হবে। খেলাধুলা না করলে কিশোররা মাদকের দিকে ঝুঁকছে, মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। তাই সন্তানদের ঘরে বন্দি না রেখে মাঠে পাঠানো প্রয়োজন।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক এ. ওয়াই. এম. হাসমত উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিজাম উদ্দিন মৃধা, দেলোয়ার হোসেন, মো. শাহনেওয়াজ শাহিন, মো. আব্দুর রহমান লিটন, মো. কামরুল হাসান দর্পন, সালেহ মোহাম্মদ মুসা, রফিকুল ইসলাম লাভলু, লিখন সরদার, মাহাবুব হোসেন, ইসাক আহম্মেদ প্রমুখ।