২৯ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫

অভিবাসী ও মানবপাচার প্রতিরোধ আইন নিয়ে কর্মশালা

অভিবাসী ও মানবপাচার প্রতিরোধ আইন নিয়ে কর্মশালা

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এবং মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ নিয়ে বিচারক ও আইনজীবীদের সঙ্গে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ। আরও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য মো. আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহ আলী জাকির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার নুরুল আমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর খোরশেদ আলম মোল্লা, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়ন প্রমুখ।

কর্মশালায় আইন দু’টি নিয়ে পর্যালোচনা তুলে ধরেন বিচারক ও আইনজীবীরা। বক্তারা বলেন, আইন দু’টি ভিন্ন অপরাধের বিষয়ে বলা হয়েছে। অভিবাসী কর্মীদের সুরক্ষা ও মানবপাচার রোধে আইন দু’টি খুবই কার্যকরী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনের কিছু জায়গায় সংশোধন প্রয়োজন। ত্রুটি-বিচ্যুতিগুলো বের করে মন্ত্রণালয়ে সুপারিশ করা জরুরি।

সর্বশেষ

জনপ্রিয়