১১ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৭, ১০ অক্টোবর ২০২৫

জনগণের ভালোবাসায় সিক্ত মাসুদুজ্জামান: বৃষ্টি উপেক্ষা করে জনতার ঢল

জনগণের ভালোবাসায় সিক্ত মাসুদুজ্জামান: বৃষ্টি উপেক্ষা করে জনতার ঢল

আকাশজুড়ে মেঘ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছিল। এসব উপেক্ষা করেই গ্রামবাসী অপেক্ষায় একজনের। যিনি কোনো প্রতিদানের আকাঙ্ক্ষা ছাড়াই তাদের দিয়ে গেছেন এতদিন। আকাঙ্ক্ষার ব্যক্তির আগমনেই আড়ম্বর শুরু হলো, মঞ্চে উঠতেই তাকে করতালিতে দিলেন সংবর্ধনা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে বিএনপির আয়োজিত “রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়ন” বিষয়ক মতবিনিময় সভায় এমন দৃশ্য দেখা যায়।

পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের মাঠে এ আয়োজনের মধ্যমণি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ। এ অঞ্চলের বাসিন্দারা যাকে চেনেন “মাসুদ ভাই” বলে। বৈরি আবহাওয়া উপেক্ষা করে আকাঙ্ক্ষিত ব্যক্তিকে সামনে পেয়ে স্থানীয় নারী-পুরুষ এগিয়ে এলেন, তুলে ধরলেন নিজেদের সমস্যার কথা। মাসুদুজ্জামানও মনোযোগ সহকারে শোনেন তাদের কথা। সমাধানের আশ্বাস দিয়ে মাসুদুজ্জামান পেলেন মুরুব্বিদের আশীর্বাদও। 

এক বৃদ্ধাকে বলতে শোনা যায়, “বছরের পর বছর আমাদের নানা সমস্যা, কেউ খোঁজ নেয়নি। কিন্তু মাসুদুজ্জামান এসেছেন, আমাদের কথা শুনেছেন—এইটুকুই আমাদের জন্য অনেক বড় পাওয়া।”

আরেকজন তরুণ বলেন, “আমরা শুধু একজন নেতা না, একজন মানুষকে পেয়েছি—যিনি আমাদের সুখ-দুঃখে পাশে থাকার মতো।

সভায় উপস্থিত জনতার সঙ্গে মতবিনিময় করেন মাসুদুজ্জামান। তিনি বলেন, “কলাগাছিয়ার মানুষের ভালোবাসা ও উপস্থিতিই প্রমাণ করে—এই এলাকার মানুষ পরিবর্তন চায়, চায় ন্যায়ের রাজনীতি এবং এমন নেতৃত্ব, যে মানুষের সুখে-দুঃখে পাশে থাকবে। আমি রাজনীতি করি মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। রাজনীতি আমার কাছে মানুষের আস্থা ও দায়িত্বের প্রতীক। আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সম্মানের রাজনীতি।”

স্থানীয় বাসিন্দাদের গ্যাস সংকট সমাধানেও কাজ করবেন জানিয়ে তিনি বলেন, “কদমরসুল সেতু বন্দরের ও সদর অঞ্চলের লাখো মানুষের স্বপ্ন। প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক টানাপোড়েনে বছরের পর বছর বিলম্বিত হলেও, এখনই সময় এই সেতুর কাজ দ্রুত সম্পন্ন করার। এটি নির্মিত হলে নারায়ণগঞ্জের অর্থনীতি, যোগাযোগ ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

মাসুদুজ্জামান বলেন, “আমার কাছে সদর ও বন্দরের মধ্যে কোনো পার্থক্য নেই। এটি একই দেহের দুই অঙ্গের মতো - একটির কষ্টে অন্যটি ব্যথিত হয়। উন্নয়ন হবে সমগ্র নারায়ণগঞ্জের প্রতিটি মানুষের জন্য সমানভাবে। আমরা এমন এক নারায়ণগঞ্জ গড়তে চাই যা হবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত—শান্তি, উন্নয়ন ও শিক্ষার কেন্দ্র।”

সর্বশেষ

জনপ্রিয়