মনোনয়ন আমাদের জন্য সবুজ সংকেত নয়: আবুল কাউসার আশা

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, দলের নেতা দেশে ফিরে আসার পরই ‘রেড সিগন্যাল’ চলে যাবে, এবং মনোনয়ন কখনোই তাদের জন্য সবুজ সংকেত নয়। দেশের পরিস্থিতিতে লাল বাতি জ্বলতে থাকা অবস্থায় সবুজ সংকেত নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে শহরের বাবুরাইল ঋষিপাড়া এলাকায় সদর থানা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কাউসার আশা বলেন, “দলের চেয়ে দেশ বড়। যারা দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করে, তাদের থেকে সতর্ক থাকা প্রয়োজন। আমরা ফ্যাসিস্ট সরকারের ১৭ বছর পার করেছি, এখন অনেক গ্রিন সিগন্যালের লোককে দেখতে পাচ্ছি। আমাদের এখনও লাল সংকেতই দেখতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতা লুটপাটের জন্য নয়, জালেমের হাত থেকে মুক্তির জন্য। আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরতে পারেননি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ নন। তাই আমরা এখনও লাল সংকেতই দেখি। আমাদের দলের প্রতি আস্থা আছে এবং নেতা ও নেত্রীর সিদ্ধান্তের প্রতি আস্থাশীল।”
আবুল কাউসার আশা তৃণমূল নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “আওয়ামী লীগ আছে, কখন কোথা থেকে হানা আসবে কেউ জানে না। প্রশাসনের কাজের বাইরে কেউ তদবির করবেন না, দমনপীড়ন বা আশ্রয় প্রশ্রয় দেবেন না।”
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য তাওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, অ্যাডভোকেট আনিস মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন সোলায়মান সরকার, সুজন মাহমুদ, মনির হোসেন, আবুল হোসেন সরদার, মোহাম্মদ কাজল প্রমুখ।