নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা’র সংবাদ সম্মেলন

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও সড়ক নিরাপত্তায় সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) নারায়ণগঞ্জ জেলা কমিটি।
বুধবার (১ অক্টোবর) সকালে রূপগঞ্জের গাউসিয়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জামান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোমেন মিয়া, মোহাম্মদ গোলাম সাদেক, যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সোহেল কিরণ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক রমজান মৃধা, কার্যকরী সদস্য নাজমুল হক রনি, হাবিবুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে নিসচা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সারাদেশের মতো নারায়ণগঞ্জেও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে- সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ক্যাম্পেইন, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, ফুটপাত ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণ, চালক-হেলপারদের সাথে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের নিয়ে সড়ক বিষয়ে আলোচনা সভা, প্রশাসনের সাথে সড়ক নিরাপত্তা বিষয়ক বৈঠক, নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র্যালি আয়োজন।