৩৬’র লাল যাত্রা: গণহত্যা বিচার, জুলাই সনদ-রাষ্ট্র সংস্কারের দাবি

গণহত্যার বিচার, জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার ও গণপরিষদ নির্বাচন এই চার দাবিতে শহরে ৩৬ এর লাল যাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর মন্ডলপাড়া থেকে এই পদযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু পদযাত্রার শেষে বলেন, “গত ৫ আগস্ট আমাদের সেসকল ভাই শহীদ হয়েছেন। তাদের রক্তের মূল্য দিতে হবে। নির্বাচনের আগে আমাদের চারটি দাবি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তা না হলে নতুন বাংলাদেশের বিনির্মাণ সম্ভব হবে না।”
তিনি আরও বলেন, “বর্তমান বড় বড় দলের কর্মকা-ে নতুন বাংলাদেশের আশা ও আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটছে না। সকলকে একসাথে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করতে হবে। আমাদের স্বপ্নের বাস্তবায়ন এখন আমাদের সকলে মিলে করতে হবে।”
পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।