২৪ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:৫৯, ২২ জুলাই ২০২৫

আপডেট: ১৮:২৮, ২২ জুলাই ২০২৫

শহিদ স্বজনের কবর জিয়ারত করলেন ইসলামী ছাত্র আন্দোলন

শহিদ স্বজনের কবর জিয়ারত করলেন ইসলামী ছাত্র আন্দোলন

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারত করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২২ জুলাই) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এইচ এম শাহীন আদনানের নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারত করেন তারা।

এসময় সভাপতি এইচ এম শাহীন আদনান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নারায়ণগঞ্জের স্বজনসহ সারা বাংলাদেশে যারা শহিদ হয়েছেন সকলের প্রতি দোয়া রইলো। আল্লাহ তাদের মাফ করে, জান্নাত নসিব করুক এবং যারা এখনো আহাত আছে সকলে দ্রুত সুস্থ হয়ে উঠুক।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হাশেম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জাহিদুল ইসলাম মোল্লা, দাওয়াহ সম্পাদক মুহাম্মদ মাহবুবর রহমান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সানভীর।

সর্বশেষ

জনপ্রিয়