কারখানা চালুর দাবিতে সাম্পান সুজ শ্রমিকদের বিক্ষোভ
কাঁচপুরে বিসিকে অবস্থিত সাম্পান সুজ লিমিটেডের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন পরিশোধ, বন্ধ কারখানা চালুসহ ১০ দফা দাবিতে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে শ্রমিকরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জে উপমহাপরিদর্শককে স্মারকলিপি প্রদান করে।
কারখানার শ্রমিক মোবারক হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার খাঁন, কারখানার শ্রমিক রোজিনা আক্তার, আরিফুর রহমান, মোবারক হোসেন, মাহমুদা আক্তার, ডলি আক্তার, মো. শামীম।
নেতৃবৃন্দ বলেন, সাম্পান সুজ লিমিটেডের শ্রমিকরা ৩ মাসের বেতন পাবে। প্রতি মাসে দিবো দিচ্ছি বলে ৩ মাস কাটিয়ে ২৯ নভেম্বর কারখানাটি বেআইনিভাবে বন্ধ করে দিয়েছে। ২৮ নভেম্বর কারখানার শিপমেন্ট হয়েছে। সকালে শ্রমিকরা কাজ করতে গিয়ে দেখে কারখানা বন্ধ। কোন নোটিশও নেই কারখানায়।
নেতৃবৃন্দ আরও বলেন, ২ শতাধিক শ্রমিক ৩ মাসের বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে আছে। কারখানা বন্ধ হওয়ায় তারা তাদের ভবিষৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে। শ্রমিকরা ইতিমধ্যে তাদের সংকটের কথা জেলা প্রশাসন, শ্রম দপ্তর, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরকে জানিয়েছে।
নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের ৩ মাসের বেতন ও কারখানা খুলে দেয়ার দাবি করেন এবং সংকট নিরসনে সরকারের দ্বায়িত্বপ্রাপ্ত যথাযথ কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহবান জানান।